মেয়ে তুমি কি আমার প্রেমিকা হবে?
উষ্ণ প্রনয়ে অতিষ্ঠ করে তুলবো তোমায়।
চোখে চোখ হাতে হাত রেখে শপথ করবো
ছেড়ে যাবো না কখনো তোমায়।
আলো আধারি দেখতে যাব সাঁঝবেলায়।
ব্যস্ত নগরীর কোন এক রাস্তায়।
ল্যাম্পপোস্টের আবছা আলোকে
তোমার রাঙা ঠোটের মিষ্টি হাসি
আমার মন সাগরে ঢেউ তুলবে।
তোমার কন্ঠের শব্দগুচ্ছ
আমার কর্ণকুহরে হবে প্রতিধ্বনিত।
তুমি কি আমার প্রেমিকা হবে?
ডায়াল লিস্টে সবসময় তোমার নাম্বারটাই প্রথমে থাকবে।
প্রতিদিন ভালবাসার কণ্ঠে জানাবো "শুভরাত্রি"
"শুভসকাল"।
ধীরে ধীরে বাড়তে থাকা অনিয়ন্ত্রিত ঝড়ের মতো
আছড়ে পরবো তোমার বুকে।
তোমার বুকের খাঁজে মুখ লুকাবো।
ভালোবাসি বলে ব্যতিব্যস্ত করে তুলবো তোমায়।
তুমি কি আমার প্রেমিকা হবে...?
বর্ষার প্রবল বর্ষণে আপাদমস্তক ভিজে
একাকার হয়ে সমর্পণ করবো নিজের অস্তিত্ব।
ঠাণ্ডায় জমে যাওয়া ভেজা ওষ্ঠ
উষ্ণ করে তুলবো তোমার ঠোঁটের ছোয়ায়।
তুমি কি আমার প্রেমিকা হবে....?
প্রতিদিন না হোক প্রতি সপ্তাহ না হোক প্রতি মাসে
ঘুরে বেড়াবো চন্দ্রিমা উদ্যান, হাতিরঝিল, কিংবা টিএসসির চত্বর।
আমার হাতের মুঠোয় থাকবে তোমার নরম হাত।
গোধুলী লগ্নে হেটে বেড়াবো
হারিয়ে তোমাতে আর আমাতে।


তোমার উদ্দেশ্য কয়েকটি শব্দচয়ন
সোহাগ গাজী
২/৩/১৭
রাত ৩:১২ মিনিট