লিখবো কি,না জানি না,
লিখতে গেলে থামবো না৷
থেমে যদি যেতে হয়,
তবে আমি লিখবো না৷
লিখবো কি আর দেশের কথা,
চোরই দেশের হর্তাকর্তা৷
দিল যারা দেশের জন্য প্রান,
তাদের স্মৃতি আজ ম্লান!
যাদের জন্য জনজীবন অতিষ্ঠ,
তারাই আজ সমাজে প্রতিষ্ঠিত৷
যারা খামছে ধরেছিল, লাল সবুজের পতাকা,
তারাই আবার সেই পতাকার রক্ষক৷
হা হা হা হা হা হা!
এ কেমন নিতী?
এ কেমন দেশ?
মাঝিই যদি অসৎ, থাকে কি যাত্রীদের কোন ভবিষ্যৎ?
দৃষ্টি আকর্ষন
মাঝি = রাষ্ট্র পক্ষ যাত্রী = আমজনতা