ওরে শোষকের দল,
হুশিয়ার সাবধান
আজ তোদের হবে অবসান
আজ আর থেমে থাকা নয়,
আজ আর নিরবতা নয়,
আজ শুধু প্রতিবাদ।
আজ জেগে ওঠার সময়।
আজ আর আমি একা নয,
আমি থেকে আমরা হয়ে গেছি।
আমাদের সাথে আছে, চের আদর্শ, মাষ্টারদার চেতনা,
প্রিতীলতার প্রতিঙ্গা,ক্ষুদিরামের অসীম সাহস,বাঘা যতিনের কৃতিত্ব।
আজ কান্নার সময় নয়,
আজ অত্যাচারিত হবার সময় নয়,
আজ তোদের দাঁতভাঙ্গা জবাব দেয়ার সময়।
কোথায় গেলি হারামির দল,
হুশিয়ার সাবধান।
আজ আর আমরা ঘুমিয়ে নেই,
আমাদের বিবেক আজ জাগ্রত।
অনেক অত্যাচারিত হয়েছি,
হয়েছি অনেক নির্যাতিত।
এখন আর সেই সময় নেই।
ওরে শোষকের দল,
হুশিয়ার সাবধান।
আজ আর আমরা ঘরে বসে নেই,
নেমে এসেছি রাজপথে,
মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে।
মোকাবেলা করবো তোদের।
কোথায় তোরা বেরিয়ে আয়,
তোদের অস্তিত্ব মুছে দেব,আমার ভাইয়ের শুকিয়ে থাকা রক্ত দিয়ে।
আজ আর আমরা একা নই,
আমাদের সাথে আছে রফিক, শফিক, সালাম ও বরকতের অদম্যতা।,
আসাদের মহানুভবতা।
ওরে শোষকের দল,
হুশিয়ার সাবধান,
বাঙ্গালি জাতি আজ জাগ্রত।
এ হল বিপ্লবের পূর্বাভাস