বিদ্রোহের বিষ ঢেলে দেব,
অন্যায়ের অলিতে- গলিতে।
প্রতিবাদের তীব্র হাঁতুড়ির অাঘাতে,
উপড়ে ফেলবো অত্যাচারীর বীজ।
বিপ্লবের বৃষ্টিতে মুছে যাবে শোষনের পীড়ামিড।
ত্বত্তের মশাল জ্বালিয়ে,
দূর করে দেব মূর্খতার অন্ধকার।
ঐক্যের বাধনে সংহার হবে দুর্বৃত্তের পায়তারা।
জমদগ্নির যামিনী কে জয় করে,
টাটকা একটি ভোর উৎস্বর্গ করবো তোমাকে।
বিদ্রোহের বিষ ঢেলে দেব,
অন্যায়ের অলিতে- গলিতে।