তোমায় ছেড়ে কোথায় যাব,
গিয়ে আমি কি'ইবা পাব?
পেয়েও যদি হারিয়ে ফেলি!
তার থেকে বরং তোমার কাছেই থাকি।
থেকেই আর কি পাব?
আর্তনাদ,আর্তনাদ,আর্তনাদ.........
চারিদিকে শুধু দুস্থের অার্তনাদ,
হারানোর আহাজারি,
আবার হারাবারই আতঙ্ক।
রক্তের হুলিখেলা,
অত্যাচারের পীড়ামিড,
অন্যায়ের হাটখোলা,
ক্ষুধার্তের চিৎকার,
শকুনের করাল গ্রাস,
শোষনের তীব্রতা।
তোমায় ছেড়ে কোথায় যাব,
গিয়ে আমি কি'ইবা পাব?
পেয়েও যদি হারিয়ে ফেলি!
তার থেকে বরং তোমার কাছেই থাকি।