তব বর্ষারও জলধারে,
মোর দেহ লুটাইয়া পড়ে।
শীত,গ্রীষ্মের পরে,
তব তুমি এলে।
তোমারই কান্নার স্বরে,
মোর ঘুম ভাঙ্গে,
তোমারই যৌবন রসে,
জগৎ ও ফুলিয়া ফাপিয়া ভাসিয় ওঠে,
তব বর্ষারই জলধারে।
কদমও ফুটিবে বলে,
তাই তুমি এলে,
হৃদয় শুকাইয়া যাইতো তোমায় না পেলে।
বর্ষারও জলধারে
মোর দেহ লুটাইয়া পড়ে।
১৫ জুন ২০১৫