কাক, কাক
আমি এক রুক্ষ কাক।
তোমার দিকে তাকিয়ে থাকতে থাকতে,
আমি মানুষ রুপী কাক হয়ে গেছি।
আজীবন তোমার ছোড়া কিছু উচ্ছিষ্ট
নিয়েই সন্তষ্ট থাকতে হয়েছে আমাকে।
যাতে কখনোই আমি সয়ং সম্পূর্ণ ছিলাম
না।
দিনের পর দিন মাসের পর মাস বছরের পর
বছর,
অাধ পেটে থাকতে হয়েছে,
অথচ তুমি বলেছিলে আমায় পেট পুড়ে
খাবার দেবে!!
তুমি কি ভুলে গেছ,
কোন রথে চড়ে গন্তব্যে পৌছেছ??
তুমি কি ভুলে গেছ এলোমেলো অতীত!!
সাবধানে থেক, এক দিন না তোমাকেই
কাক হতে হয়!!!
কাক, কাক,
আমি এক রুক্ষ কাক!!!
রচনাকাল
২২ মে ২০১৫
মিরপুর ঢাকা।