বাংলা মায়ের পূত্র আমি,
জন্মেছি এই বঙ্গে।
কৃষ্ণচূড়ার রং মেখেছি,
আমার সারা অঙ্গে।
দ্যায় নি'কো মা চোখে কাজল,
প্রভাত ফেরীর অক্তে।
যাত্রাকালে দিলাম গোসল,
পশ্চিমাদের রক্তে।
পুকুর ভরা মাছ আছে মা' গোয়াল ভরা গরু,
বুক চিড়ে মা জন্ম দিলি ইরি, আমন ধান,
৭১ এ বন্যা এসে,
গেল ভেসে ভুট্টো খান।