গণতন্ত্র!
দেশের নাকি গঠনতন্ত্র,
গণতন্ত্র!
রাজ্যসভার মূলমন্ত্র।
নারীর ইজ্জত হরন করে,
বেচা-বিক্রি গণতন্ত্রের হাটে।
বৃদ্ধ বাবা ভিক্ষা করে,
গণতন্ত্র তোমার ঘরে।
বৃদ্ধা মাকে দেখে এলাম,
কুজো হয়ে ঘানি টানে।
শিক্ষা ভোগ্য পন্য,
গণতন্ত্র সবার জন্য।
বেকার যুবক কাজ খুজে খুজে,
ক্লান্ত হয়ে ঘরে ফেরে ফেরে,
অবশেষে!
কলম ছেড়ে অস্ত্র ধরে।
মামা-খালু-চাচা-ভাই,
গণতন্ত্রের বালাই।
অফ দা পিপল,বাই দা পিপল,ফর দা পিপল,
পতিতার সস্তা নিপল।
গণতন্ত্র!
দেশের নাকি গঠনতন্ত্র।
০৯.০৭.২০১৫
কাঁশড়