এখনো বিকেল ঘনিয়ে সন্ধ্যা নামে,
এখনো কুয়াশার বুক চিড়ে ফুটে ওঠে
দিনের সোনালী রঙিন সূর্যটা।
শীত পেরিয়ে বসন্ত ফিরে আসে এখনো,
চারিদিকে বয়ে চলে বসন্তের মাতাল হাওয়া!
এখনো বৃষ্টি নামে,মাঠ-ঘাট জলে ভেজে।
এখনো আমি বসন্তের সন্ধ্যায় হেটে বেড়াই
হাতিরঝিল কিংবা শাহবাগে।
শুধু তুমি নেই পাশে,
তোমার সুগন্ধি চুল গুলো উড়ে আসেনা
আমার নাকে,চোখে,মুখে।
এখনো রোজ বকুলতলায় যাই
তুমি আসবে বলে ভেবে।
জানি! তুমি আসবে না।
তবুও অপেক্ষায় থাকি
তোমায় ভালোবাসি বলে।
২১ ফেব্রুয়ারি ২০১৭
ঘোড়াশাল(চলন্ত সাইকেল)