শির অবনত করি পর্বতের পাদদেশে
ধুলায় শায়িত অস্তিত্বের পদতলে নয়।
মরতে হলে মরি আমি জীবনের অবসানে
বারোমাসি ক্ষেপা ঝড়কে আমন্ত্রণ করে নয়।
রং কুড়িয়ে বেড়াই সাজাতে রঙিন ছবি
নষ্টজনের অষ্টপ্রহর রাঙ্গাতে তো নয়।
ফুটন্ত বিবেকের ব্যাকরণ, লিখি অনুক্ষণ
ডুবন্ত ব্যক্তিত্বের বিফল বিবরণ নয়।
আঁখি রাখি অর্ধনমিত, বেদনার বেলায়
হুংকারের ভয়ে বা অহংকারের চাপে নয়।