শর্ত নেই, স্বাক্ষর নেই, নেই কোন চুক্তি
অনুপ্রেরণা এক অদৃশ্য শক্তি।


জীবনের পর্বে পর্বে
বিপদে আপদে, বিশেষ কোন বিষাদে,
চৈত্রের দুপুরে হৃদয় যখন তপ্ত
অনুপ্রেরণা শীতল হাওয়ার মতো বয়ে আসে।


হাল ছাড়া মন মাঝি আবার বৈঠা ধরে
ডানা ভাঙ্গা আহত পাখিরা
আবার আকাশে উড়ে
অনুপ্রেরণার কারণে।


হতাশার তাপে শুকিয়ে যাওয়া ভাবনাগুলো-
সিক্ত হয় অনুপ্রেরণার আর্দ্রতায়;
মনোবল উত্তোলনে ফিরে পায় কর্মশক্তি।