স্বর্গ থেকে এক পথে আসি পৃথিবীতে
মর্তলোকে এসে হই বিভক্ত শ্রেণীতে।
ভিন্নতা বিরাজ করে, পাখি ফুল ফলে
কেনো তবে হেয় হবে মানুষেতে হলে?


কম বেশি কান্না হাসি সব দেন বিধি
আলো আঁধারের ভবে ওরা প্রতিনিধি।
নিষ্প্রভ রশ্মির রূপ আমি দেখি তাই
স্বর্ণাভ আলোর ছোঁয়া তাঁরে দিতে চাই।


মনের ভেতরে শত অব্যক্ত কথন
আমি তো সদাই শুনি নীরব বচন।
আঁখির আড়ালে যার বিচিত্র নিখিল
না ফোটা নয়নে তাঁর দৃষ্টির মিছিল।


পদে পদে, পলে পলে গভীর বেদনা
অন্তরে ধারণ করে এতোটা কেঁদো না।
আনন্দ আবেশে সব অক্ষমতা ভুলো
পুষ্পমালা পরে তুমি অশ্রুমালা খুলো।


অবজ্ঞার অবনীতে আছে কিছু প্রীতি
উত্তপ্ত পথের পাশে আছে ছায়াবিথী।
নিজেকে এমন করে রেখো না লুকিয়ে
ফুলের মতন তুলো নিজেকে ফুটিয়ে।


প্রবল ঝড়ের দিনে ভয় পেয়ো নাকো
দিবা রাত্রি, তুমি যাত্রী মনে শক্তি রাখো।
মানবিক মানুষেরা আছে, তব সাথে
প্রদীপ জ্বালিয়ে দেবে অন্ধকার রাতে!


"সহমর্মিতার সংবেদন"