আসরে যারা সদস্য হয়েছেন এবং নিয়মিত লিখে চলেছেন তারা আসরটাকে ভালোবাসেন বলেই আমি মনে করি। আর ভালোবাসার ক্ষেত্র, বস্তু এবং ব্যক্তিকে সযতনে রক্ষা করতে প্রায় সকলেই চায়। নিয়ম ভঙ্গ করে সফলতা অর্জন সম্ভব নয়। তারপরও জানা অথবা অজানায় কোন কবি বা লেখক যদি নির্ধারিত নিয়মের কিছুটা বাইরে যান তাহলে কত দূর গিয়েছেন তা একটু ভেবে দেখলে কেমন হয়? কেউ যদি অসামাজিক কিছু পোস্ট করেন তা যত তাড়াতাড়ি ব্যান করা যায় ততই মঙ্গল। তবে ভাষার ভিন্নতা, অনুকরণ, অনুসরণ এসব বিষয়ে প্রথমে লেখককে এককভাবে জানিয়ে লেখাটি মুছে ফেলার নির্দেশ দেয়া যেতে পারে। নির্দেশ অমান্য করলে ব্যান করা আবশ্যক!


সকলের সন্তুষ্টির সমন্বয়ে আসরকে সফলভাবে আগামীর দিকে এগিয়ে নেয়া। এ আমার ব্যক্তিগত মতামত, এতে কারো আপত্তি থাকলে আলোচনাটি আমি সবিনয়ে মুছে ফেলতে ইচ্ছুক। সবাই ভালো থাকুন এ প্রত্যাশা রেখে আজ এখানেই।