হারানো হীরা খুঁজে পাই কাদা-মাটির মাঝে
সাদা গায়ে কাদার ক্ষনিক প্রলেপ
তাতে কি যায় আসে?
আমি তো দেখি চকচকে উজ্জ্বল, অরিজিনাল রঙটি;
দেখি, প্রতিসরণের অসাধারণ বৈশিষ্ট,
যুদ্ধে জয়ী হয়ে বেঁচে থাকার অফুরন্ত শক্তি........


বহুবার পড়েছিল পশুদের পদতলে-  
আকার-আকৃতি অবিকল
আত্মবিশ্বাস কখনো হারায়নি বলে।
নিজেকে প্রমান করেছে
প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং শেষ বার
খাঁটি, চিরকাল,
হারিয়ে যেতে দেব না আর!