আজকে রাতেরএই ঝিরি ঝিরি গভীর বাতাস,
হঠাৎ দু-এক ফোঁটা বৃষ্টি,
মাথার উপর প্রগাঢ় আকাশ, সুনিবিড় নক্ষত্রবিথী,
একদিন সে ছিল, আজও আছে হয়তো বা,
একদিন আমি ছিলাম,আজ নেই,
কোনদিন কি আমি ছিলাম আদৌ?


কবে আমি নিজেরে নিজে হারায়ে ফেলেছি কোন
ছায়াপথে, তা কি জানি?
আমার প্রশ্নগুলো,দীর্ঘশ্বাস গুলো সুনীল আকাশের চামড়া ভেদ করে পরাজিত নক্ষত্রের মত
বেদনা, হাহাকার ছুড়ে দেয় ছায়াপথ গুলোতে,


পৃথিবীর সব কিছুই সুন্দর ভাবে
খাপে খাপ খেয়ে যায়,
কেবল আমিই ব্যতিক্রম!


অযাচিত কৌতূহল, অসহ্য জীবন বেদনা নিয়ে
আমি পৃথিবীতে বড় অসুন্দর,
উদ্ভট, বেমানান একলা দাড়িয়ে রই।


পৃথিবী বাসী আমি কথা দিচ্ছি
আমি চলে যাব অনন্ত লোকে,
যদি সত্যিই সেরকম কিছু থেকে থাকে,
না থাকলেও
      আমি কথা দিচ্ছি পৃথিবী বাসী
      খুঁজে নিব অন্য কোন বাসস্থান,
      আমি জানি তোমাদের একান্ত
     পৃথিবীতে আমি বড্ড বেমানান।