একটু একটু করে বড় হচ্ছে বালিকা
চুলে,চোখে লাগছে রং,
মনেও কি নয়?
একটু একটু করে বাড়ছে বালিকা
গভীর থেকে গভীরতর
বাড়ছে তৃষ্ণা,
ক্ষুধাও কি নয়?


একটু একটু করে হাঁটছে বালিকা
এক্কাদোক্কার মাঠ পেরিয়ে
ধূ ধূ প্রান্তর বিশাল
পৃথিবীটাও কি নয়?


বড় হচ্ছে বালিকা,বড় হচ্ছে বালিকা
কুপোকাত হচ্ছে কিশোর-তরুণ-যুবা
বৃদ্ধও কি নয়?


বাড়ছে বালিকা,বাড়ছে বালিকা
জয় করছে হৃদয়
শ্রমজীবী,পেশাজীবী থেকে ব্যবসায়ী
বনের ঋষি,চার্চের পাদ্রী,মসজিদের ইমাম
তারাও কি নয় ?