মানুষ এক পরম স্ববিরোধী সত্তা,
ডান হাত বাম বুকে, বাম হাত ডান বুকে
গেঁথে দেয় আমূল তীক্ষ্ণ ছুরির ফলা,
                অদ্ভূত সংগোপনে ।
                পরম বিশ্বস্ততায় ।


কোথাও নেই কোন তাড়াহুড়ো, সুনিপুণভাবে
চতুর্পার্শ্বে মায়াজাল ফেলে
জগৎ এর ভেতর জগৎ জেগে উঠে
তারপর ক্রমাগত ছুরিকাঘাত !
আমি একে কি বলব,
            আত্মহত্যা !


নাহ, এ কখনোই গতানুগতিক আত্মহত্যা নয়,
এ এক আত্মবিনাশী ধ্রুপদী শিল্পের
মহাজাগতিক প্রদর্শনী।
মহাকালের মঞ্চে যা শতক শতক ধরে
অভিনেতাদের অগোচরে
দৃশ্যায়িত হয়ে চলেছে ।


এ এক বিস্ময়কর পুতুল নাচ, যেখানে
সুতোও পেয়েছে খানিকটা স্বাধীনতা।
আহা, খেয়ালী শিল্পীর তুলির খেলা ।


      তবু মায়ার ভেতর মায়া
       জালের ভেতর জাল
       সুড়ঙ্গের ভেতর সুড়ঙ্গ
জট পাকিয়ে নেশাতুর পুতুলও সর্বনাশা
দ্রোহের তাড়ায় কেঁটে দেয় সুতোর গোড়া,


দম জমিয়ে ধরিত্রী কাঁপিয়ে চিৎকার করে
বলে - খোদা, তুমি কি আমার কষ্ট বোঝ না।