চিঠি দিল আমায় আকাশ,
কী হচ্ছে এটা?
আমায় সবাই করবে বিনাশ,
সত্যি কী সেটা?
আমি যাচ্ছি উড়ে উড়ে,
ডানা তো বিহীন।
বিশ্ব আজ যাচ্ছে পুড়ে,
আসছে যেন দুর্দিন।
মিশিয়ে দিচ্ছে কালো ধোঁয়া,
কেমনে আমি সহিব।
হেথায় সেথায় সবুজ কোথায়?
আর তো না রহিব।
আকাশ কালো মেঘের বেলায়,
যত সব হাঁপানি।
ভাসিয়ে দিচ্ছে কালো ভেলায়,
দিচ্ছে যত ঝাঁকুনি।
নীল আকাশের ছটায় ছটায়,
একটু তাকাইয়া লহ।
কেমনে গগনে ভরিছে ধূলায়,
যেন অশ্ব বহ।
আমার ত্বরে উথাল গহ্বরে,
আসিল এই ঝড়।
তবুও আমারে নিয়েছ গভীরে,
করেছ টুকরো খড়।
শেষের কথায় তোমারে জড়ায়,
রাখিও সুখের সারি।
আমারে মেশাও না কালো ধোঁয়ায়,
নইলে দেবো আড়ি।