গ্রামের জ্ঞানিদের পাশে দাড়ানো ভার।
আমার মাথায় তো শুধু গোবর সার।
আর, মাথায় একটা এতো বড় বোঝা।
চাই এবার ডাক্তার, বদ্যি, না হয় ওঝা।
হাজার চেষ্টায় ঝরছে শুধু ব্যর্থতার ঘাম।
গ্রামের গাছপালায় শুধু আমারই বদনাম।
কী যে বেহায়া মনের টুকরো টুকরো ব্যথা।
কেওই শোনে না আমার মনের কথা।
ঝাড়বাতিটা দেয়না আমরা সঙ্গ।
রাস্তায় নামলে দেখতে হয় বিভিন্ন রঙ্গ।
নাইবা দিল জ্ঞানের তরী,নাইবা অত শত।
শুধু যেন ভাবে আমায় মানুষের মতো।
উদারতার স্থান নেই এই স্বাধীনতার জগতে।
এবার যেতেই হবে আমায় অন্ধ আদালতে।
গরীব বলে কী পাবো না সম্মান।
কেন হয় না; ওরা, আমারা সকলেই সমান।
বুকটা যখন পুড়ল, তুলবই আমি শোধ।
ভুলে গিয়েছিলাম,
আমি তো একটা বোকা, নির্বোধ।