পৃথিবীতে বাস করছে এ কীসের পরিবার।
চারিধার শুধু ঠাট্টা, হিংসা আর অহংকার।
যদি কেও একটু মাথা তুলে দাঁড়ায়।
জানতে হবে হিংসার শূল কেমনে সামলায়।
মানব আজ অদৃশ্য খলতার দাস।
কাহারো মন, কীসে হবে অন্যের উপহাস।
নিজেকে মানুষ বলার নেই কোনো কারণ।
যদি না থাকে মান আর হুঁশের আবরণ।
নরকের রাজ্য খেয়ে ফেলেছে হিংসাত্মটাকে।
কোনোদিন হিংসা করতেই পারে অনুপম চাঁদটাকে।
আগে মনটা মানুষ কর।