যৌবন,
এখানেই নাকি ধর্ষণ হয়!
ছড়িয়ে দেয় খোলা হাতের ছাপ,
রয়ে যায় এক আবছা ঈষত্ স্বর।
সব মানুষের একই ছবি ।
হাত বাড়িয়ে প্রস্তুত।
কুয়াশায় আচ্ছন্ন অন্ধকারের গর্তে,
ছবির পাশে রয়ে যায় চিৎকারের স্তূপ।
আলতা পরার ঝোঁকে সকল রাত্রি
কঙ্কাল গুলো করে যে খেলা।
আবার,
সব মানুষের একই ছবি।
আলতার রং ধোয়াতে ব্যাকুল।
সাজ ছেঁড়ায় সাজের আঙনে,
আরও একরাশ কর্কশ আর্তনাদ।
এটাই কী মানুষের পট।
আর আঁকা হল না,
বেরিয়েছিলাম ছবি আঁকতে।
মানুষ ওয়ালা মানুষের।