লালসায় ভরিল সবার জড়ের কলেবর।
মুখোশ ধারীর টেটরাতে সকলেই বিভোর।
অসিতাঙ্গ বায়সের কল্পনার এক তাঁবু।
যেন এক, বিরাগের বিচলিত বিধু।


ক্ষণস্থায়ী বজ্রেরই বাহন ধরার দেহ।
আচ্ছাদিত মুখোশ গুলো ইশারায় অমেয়।
পুণ্য উপলের আশায় নৃপের পোশাক।
শীকরের বর্ষণে যেন বিষের ডাক।


চঞ্চল লোচন ললিত লহিয়া দৃষ্টি।
বিলপের শিকার আজ দুনিয়ার সৃষ্টি।
ভোমরারাও আজ দাসের শিকার।
দুষ্টের ঢাকেরই শোনায় জয়-ঝঙ্কার।


অতর্কিতে খাবল বসায় গরীবের ভাতে।
তারা সজোরে ঘা মারে নিষ্পাপ আঁতে।