প্রকৃতি, তোমার এই স্নিগ্ধময় চিত্তে।
অবুঝ মানব আজি মেতে উঠেছে,
তোমার ভাঙ্গনের নৃত্যে।।
কাঁচা রোদে এক সময় মেতে উঠত প্রকৃতি।
কী ছিল তার দোষ, বদলাচ্ছে মানব আজ,
তোমার ওই মায়াবি আকৃতি।।
নানা রঙে রাঙিয়ে দিতে এই বসুন্ধরা।
আজ আর নেই,
পূর্ণ হচ্ছে অতৃপ্ত মানবের অর্থের সরা।।
যন্ত্র দানবের ওই আঁকাবাঁকা ধোঁয়ার পথ।
তোমার ওই মন মাতানো রূপ,
কেড়ে নেওয়ার করেছে যেন শপথ।।
সেই যে দেখেছিলাম হাসিতে প্রকৃতিরে।
কাঁচা সবুজের গন্ধে,
আজ তা পরিণত হচ্ছে গাঢ় কালো স্তরে।।
প্রকৃতি পরিণত হবে একরাশ ম্লান স্তরেতে।
তা স্পষ্ট বোঝা যায়,
অস্পষ্ট মনের আরশিতে।।