কবিতা লেখা খুবই সহজ।
যদি থাকে একটু খ্যাপাটে মগজ।
চোখকে একটু করো যদি যতন।
লেখা গুলি নিজেই হবে কবিতার মতন।
দাও যদি একটু আকাশের সঙ্গ।
অনায়াসে সাজিয়ে দিবে কবিতার রঙ্গ।
লেখালেখি নাকি পাগলামির কারণ।
এ কথা ভদ্দ লোকের মুখে থাকবে চিরন্তন।
কলম ধরলেই আসবে অনেক কল্পনা।
আকাশ, পাতাল, গরীব, ধনী যা ইচ্ছা লেখনা।
যদি আসে তোমার একটু পাগলা মন।
দেখো পালটে যাবে পৃথিবী কেমন।
সে মানুষ, ও মানুষ, কী বা আসে যায়।
পৃথিবীটা একটু যদি না সাজায়।
যদি রাখো মাটির বুকে কলমের ছাপ।
মৃত্যুর পরেও থাকবে না কোনো অনুতাপ।