'তুই দিবি আমাকে স্বাধীনতা? '
বজ্র কণ্ঠে বলল,
'যেখানে গভীর জঙ্গলে উঠে আসে
ছেঁড়া জামার আর্তনাদ।'
মৃত্যু ডেকেছিল,
এমনই ভাবে!
থমকে ছিল আচ্ছন্ন নবপল্লব।
সেদিন মৃত্যু ছিল না তো সব।
স্পষ্ট কণ্ঠে বলেছিল,
'এই জগৎ রাতের চেয়েও কালো'
স্বাধীনতা ছিল না সেদিন।
বিস্ময়ের সঙ্গে থমকে রইলাম।
সে কী বেঁচে গেলো?
"পনেরো পা দিয়েছি
স্বাধীনতা নিবি?
সে তো বেঁচা কেনা আর দেনা।"
জন্ম হয়েও হলো না,
আভাস ছিল, ভরসাও ছিল,
আরও বলে ছিল,
আর নয়; জগৎ দেখব এবার।
কালো কালো জগৎ।।