আমাদের বাবু, সকলেই কাবু,
একটু আছে টাকা।
মন করলেই সবার মান,
করতে পারে ফাঁকা।
চেহারা তার বিকট রকম,
কৃপণ বলে তাকে।
টাকার জন্যে বিকতেও পারে,
নিজের বউ টাকে।
হরেক রকম বুদ্ধি তার,
আসত মাথাতে।
টাকার জন্যে কেমন দেখো,
নুন নেয়না ভাতে।
কৃপণ নামের ডাকটা পেল,
একটা কাণ্ড করে।
ছাগল কিনল চাষের জন্যে,
বঔ এর বুদ্ধি জোরে।
মনে ভাবে সবার চেয়ে,
হবে যে ধনী।
হাত পা ছুড়ে ঝাঁপিয়ে উঠত,
স্বপ্ন দেখত যখনি।
মন করলেই উঠতে পারে,
টাকা ছোঁয়ার কাজে।
তাই, লেগেই থাকে সবার মুখে,
লোকটা খুব বাজে।
পাগলামির এই আজব ভুবনে,
সবই কী টাকার দামে।
লিখতে থাকি সবই এমনে,
আড্ডাখানায় এই গরমে।