আবিল হৃদয়ে তাহারে যদি রাখি দূরে দূরে, 
না ডাকিলেও আসে যেন বারে বারে ফিরে। 


নিশুতি রাতে জীবন্ত হাওয়াতে যেন সুখ বয়,
অশ্রু ভরা বরন রোদে মোর হিয়া নাহি সয়। 


ক্ষণে ক্ষণে জীর্ণ দুয়ার খুলিল কোন কাননে, 
তাহারে যে দেখিয়াছি কত, সেই শুধু জানে। 


স্পর্শ তাহার পরাণে রাখিয়া প্রখর এই মনে। 
ঝর ঝর ঝরিল উষ্ণ রাতি লব্ধ স্মরণ গহনে। 


গহ্বর আঁখি রইবে চাহিয়া বরষ সাঁকো দিয়া,
অম্বর এই কাঁপিল, বিশ্ব জগতের মধ্যি হিয়া। 


  সিন্ধুর বরন স্বয়ং মানবী করিল লাঞ্ছনা, 
  অঙ্গ নাশীনি, অনল নয়নি সেই অনন্যা। 


  নির্ঘুম এই ঘুমন্ত চোখে পড়িল না যে পলক, 
  রইবে চাহিয়া সম্মুখে পাই যদি সেই ঝলক।