আস্ত একটা মানুষের স্বাদ,
          কে বা না চায়?
   কিন্তু হায়! এ জগৎ কী চায়!
        ছিল না তার ঠাঁই।
সকলেই তো ভাতের দাবিদার।
রইবে কী ছড়িয়ে শুধু হাহাকার?
ভাতের খাবলে তাদের বিদ্রোহ।
      এও কী সোভা পায়?
   চরম নৈরাজ্যের সেই আশা।
      হয়েছে আজ সর্বনাশা।
    মানুষের এই অগ্রাহ্য বশে।
      মানুষ মানুষেরই বিদ্বেষে।
          হয়েছে সর্বস্ব ছাই।
    হায়,
             এও কী সোভা পায়?