আমরা যাকে রাত্রি বলি,
প্যাঁচারা তাকে সময় বলে।
রাত এসেছে শিকার ধরার,
নামবে তারা হৃদয় লুকানো আঁতকে উঠার রাত্রে।
মিতা হয় যে রজনীর কাননে,
গগন তলে বন্ধ কোণে,
কেমনে থাবা বসায় এই ছায়াহীন রাত্রে।
আমি পাই না দেখতে, পাই না শুনতে,
সেই সব পাতা ঝরার গল্প।
সবুজ পাতা থেকে হলুদ পাতা হওয়ার গল্প।
শুধু পাই বিকট রাত্রির আকাশে সেই,
প্যাঁচার ডাক।
হৃদস্পন্দন আরও কাঁপিয়ে দেয়,
সেই ছুটে যাওয়া ডাক।
এই আকাশ তো তারই, রূপ তো শিকার চায়,
কঠিন শিকার।
চলতে থাকে বীভৎস অমায়িক কাজ।
কাথা মুড়ি দেওয়া ঘন অন্ধকারে,
উঠে আসে ধারালো নখের দাগ।
রেখে যায় কয়েকটি জোনাকির আলো।
ঘুমন্ত নীড়ে উঁকি দেয় প্যাঁচার,
সন্ধ্যানী ইশারা।
নরম হাওয়ার কোলে রাত্রি যায় চলে।
সীমাহীন এই অচিনপুরে,
শাসিত হয় সকল রাত্রি।
শুধু প্যাঁচা আর দেশের আদরে।