না চাহিলেও সহজেই আসে,
যাহা প্রাণে চাই,
রহিয়া যায় নিভৃত আশে।
যাহা পাইলাম,তাহাই
ঋদ্ধ,জানিয়া লহিলাম ইহাই।
মোর শেষ পাওয়া,
ইহাই মোর শেষ চাওয়া।
তুচ্ছ এই মরণ জীবনে,
অন্তর কাদিঁয়া ক্ষণে,দহনে।
মৃত্যুর সহিত বাসিব দিন
মরন শয়নে এই নবঘন।
হৃদয়ের সম্মুখ, সম্মূখের হৃদয়ে,
গাঁথিছে মায়া,কতই ছায়া
ছাড়িয়া অতীত মায়া
তাহাতে নব নব এই প্রকাশ।
অসীম,দুর্লভ,নিঃশব্দ আভাস
বাজিয়া উঠিল নির্ঝর ঝর ঝর।
ঝর ঝর হুঙ্কার বয়,
চির জগৎ ময়,
চির শরীর ময়।