ঘাসের বোঝা মাথায় লহিয়া।
            কলসি কাঁখে কোমর হেলিয়।
       যায় রে ছাড়িয়া ভ্রান্তি কিছু।
            মনও যে চলিল তাহার পিছু।
ডাকিলাম তাহারে যেন শিহরে শিহরে।
নাড়াইল তাহার কাঁখ মোর অন্তঃপুরে।
      ভরিল কাদা ওই গন্ধ দেহে।
            মেঘ উঠিল আকাশ ছেয়ে।
      রহিলাম চেয়ে তাহার পানে।
           ক্রমে যদি সে ঘোমটা টানে।
ডাকিলাম তাহারে যেন শিহরে শিহরে।
নাড়াইল তাহার কাঁখ মোর অন্তঃপুরে।
       ধরিলাম চক্ষু যুগের শেষে।
           শস্য শ্যামলা ধানের দেশে।
       না পাইয়া ওই সবুজ মেয়ে।
           স্রোত ভাসিয়া আসিল দেহে।
ডাকিলাম তাহারে যেন শিহরে শিহরে।
নাড়াইল তাহার কাঁখ মোর অন্তঃপুরে।