খেয়া হইতে ট্যানাট্যানি,
হাসিস ক্যান্ ফ্যালফেলাইয়া।
আধ মরা হইতে থাকি,
ঢেউয়ের স্রোতে অমনি মরাইয়া।
ক্যামনে মনে উঁই ধইরাছে।
তা দিয়া বেলা জ্যুইড়া।
মাঝির নৌকা মরুর তরে,
উঠ্যার সঙ্গে যায় পুইড়া।
ডরাইয়া ডরাইয়া ক্যাইন্দা মরে,
বিষম সুরে দিনডা ফ্যুইলা।
গুজব জুইড়া ক্যান ডাহুরে,
আগুন ধ্যইরাছে আজ জংলা।
অমনি বুকে হোঁচট লইলে,
করি কী কপালের মরে।
কলঙ্কের আঁচল ক্যামনে ধ্যুইলে।
যামু না আর বাবুর ছইলে।
টিনের চালার মাইয়া আমি,
বিচার হইবা আমি মইলে।
দেহ আপনার ভাইঙ্গা গ্যাইছে,
আমার দোষের ক্যান?