দুঃখ,তোমায় এবার দিলাম বিদায়।
থাকবো  এবার  সুখের খিদায়।
দেবো পাড়ি ওই নীল সাগরে।
জমাট বাঁধা সুখের আসরে ।
ভালবো না আর আকাশটাকে।
কালসীমানার সীমার বাঁকে।
ভাসিয়ে দেবো নৌকা খানা।
পাবো যেথায় সুখের দানা।
খেলব আমি জলে জলে।
গভীর সমুদ্রের আরো তলে।
প্রবালের সৌন্দর্যতার তলদেশে।
যেন সেথায় এক অন্য দেশে।
বর্ণিত এই জীব  জগতে।
রোদ আসেনা কোনো প্রভাতে।
ডুবুরি আর ডুবের জন্য।
খুঁজব আমি সুখের রত্ন।
হরেক রকম জীবের কাননে।
জমাট আছে সুখের রতনে ।
আনব আমি এই সুখ।
ভাসিয়ে দেব সকল দুখ।
বাতাসের সঙ্গে মিলিয়ে দেবো।
বিশ্বটা তখন  কেমন ভেবো!