যদি আমরা ইচ্ছে করতাম,
আমাদের একটি ছোট্ট সংসার হতেই পারত।


ছোট্ট একটি গোছানো রূম,
সাজানো একটি খাঁট, বড় টিভি,
দুজনে দুই চ্যানেল দেখা নিয়ে ঝগড়া করা,
ছোট ছোট খুন-সুটি।


সারাদিন কাজের ব্যস্ততায়
তোমার কল করে আমার খোঁজ নেওয়া,
বাড়ি ফেরার অপেক্ষায় আকুল হয়ে,
পথ চেয়ে বসে থাকতে।
আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যেত,
তোমার চাঁদ মুখের হাঁসিটা দেখে।


আমরা চাইলে আমাদের একটি
ছোট্ট সংসার হতেই পারত।


দুজনে ম্যচিং করে শাড়ি - পাঞ্জাবি পড়ে,
ছুটির দিনে রেস্টুরেন্টে খেতে যেতাম,
পরন্ত গোধূলির বিকেলে দুজনে
রিকশায় পাশাপাশি বসে হাতে রেখে হাত,
কাঁধে রেখে মাথা রচনা করতাম আমাদের
ভালবাসা।
আমরা চাইলে আমাদের একটি
ছোট্ট সংসার হতেই পারত।


আমার বৃষ্টি খুব পছন্দ,
তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজে শূন্য পায়ে
ফাঁকা রাস্তায় হাত ধরে হাঁটা।
আমরা চাইলে আমাদের একটি
ভালবাসার সংসার হতেই পারত।


আমাদের ঘর আলো করে
একদিন নতুন অতিথি আসত,
সন্তানের নাম রাখা নিয়ে
কতো কৌতূহল হতেই পারত।
আমাদেরও পরিবার হত
সন্তানকে নিয়ে কত-শত স্বপ্ন আঁকতাম
দুজনে মিলে।
আমরা চাইলে আমাদের একটি
ছোট্ট সংসার হতেই পারত।