তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই।
যদি শেষ বয়সে আসো
যখন কালো কেশ সাদা অথবা বাদামি রঙের হবে
চোখের দৃষ্টির জন্য সঙ্গী হবে চশমা।


অথবা ফুড়িয়ে যাবে সমস্ত সৌন্দর্য,
তবুও তুমি আমার চোখে
সেই প্রথম দিনের মতোই অপরূপ সুন্দরী থাকবে।
একটুও কমবে না তোমার প্রতি ভালোবাসা।


যখন চলার পথে সঙ্গী হবে হাতের লাঠি,
কখনো যদি একা হয়ে যাও, তখন যদি আসো
আমার কি সাধ্য আছে বলো
তোমায় ফিরিয়ে দেওয়ার?


তুমি যে আমার রক্তের কনীকায় মিশে আছ,
কিভাবে আলাদা করবো?
রক্ত কি কখনো ধুয়ে ফেলা যায়।


আমি জানি না কিভাবে সম্ভব,
শুধু এতোটুকু বলতে পারি তুমি যখনই আসো
আমার সাধ্য নাই তোমাকে ফিরিয়ে দেওয়ার।


যদি কখনো ইচ্ছে হয়
জীবনের শেষ সূর্য ডোবা আমার সাথে দেখবে,
পেছনে ফিরে তাকালেই
আমায় দেখতে পাবে বসে আছি সমুদ্রের জলের
দিকে তাকিয়ে স্থীর চিএে,
বাম-পাশের শূন্য জায়গাটি তোমারই অপেক্ষা
করছে।


তোমাকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আমার নেই।
জানা নেই কিভাবে নিজের থেকে আলাদা করতে হয়, আমি বলতে যে সবটা জুড়েই শুধু তুমিময়।