তোমার জন্য খুব সহজেই পার হওয়া যেতো
এই বিশাল সাগর, সবুজে ঘেরা মাঠ।
পার হওয়া যেতো মানুষের কোলাহলে ভরা
এই ব্যস্ত শহর।


যদি সেই পথের শেষে একবার পাওয়া যেতো
তোমার দেখা।
এই যে বিশাল উঁচু উঁচু পাহাড় দেখছো
অনায়াসে পাখির মতো উড়ে পার হয়ে যেতাম,
শুধু তোমায় পাওয়া যাবে একবার নিশ্চয়তাটুকু পেলে।


তুমি নেই বলে শিশির ভেজা এই সামান্য
উঠোনের দূরত্ব পারি হতে পারি না,
মনে হয় যেনো লক্ষ লক্ষ মাইল পথ এই উঠোন।


এর থেকেও বেশি আঘাত হয় হৃদয়ে,
যে পথের শেষে তুমি নেই,
তোমাকে পাওয়া যাবে না
সেই পথের শুরু করবো কেনো
কি হবে সেই বিশাল পথ পেড়িয়ে
যদি তোমাকেই না পাওয়া যায়!


হয়তো অনায়াসে মেনে নিতে পারতাম মৃত্যুকে
কিন্তুু জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই যে দূরত্ব  
সেই পথের শেষেও যে তুমি নেই,
তুমিহীন জীবনটাকে আজ
কোটি বছর আয়ু মনে হচ্ছে।


এতোবড় আয়ু একা একা তুমি ছাড়া
কিভাবে পাড়ি দেব সেটা আমার জানা নেই,
কিভাবে পাড়ি দিতে হয় আমি বুঝি না।

তবুও আমি এই সমস্ত কঠিন পথ হাসি মুখে
পাড়ি দিতে পরতাম শুধু পথের শেষে
তোমায় পাওয়া যাবে
এই নিশ্চয়তাটুকু যদি পাওয়া যেতো।