তুই পুরুষ তুই অন্যায়ের বিরুদ্ধে উদ্যত চাবুক
তুই ইভটিজার, বখাটে, তুই ফালতু একটা কামুক।
তুই ছাত্র তুই যুবক তুই দেশের সেবক
তুই সমাজের কলংক তুই নারী ধর্ষক।
তুই প্রতিবাদী, সংগ্রামী, তুই আগামির প্রত্যাশা
তুই নেশায় মত্ত হয়ে জীবনকে করিস সর্বনাশা।
তুই নিপীড়িত মানুষের আশা-ভরসা
তুই পথ হারিয়ে ডেকে আনিস হতাশা।
তুই বিদ্রোহী, তুই প্রেমিক, তুই কবি নজরুল
তুই আবার ফুটাস হুল হয়ে বিষাক্ত ভীমরুল।
তুই পারিস দিতে পাড়ি বিক্ষুদ্ধ সমূদ্র অকূল
তুই অপমান করিস নারীকে লজ্জিত হয় মাতৃকুল।
তুই পিতা, তুই ভ্রাতা, তুই জাগরণী কবিতা
তুই আবার যখন তখন করিস সেচ্চাচারিতা।
তুই আর করিসনা অন্যায়, চল ন্যায়ের পথে
তুই হবিনা অপাক্তেয় ফিরবিনা বিফল মনোরথে।