তোমাকে বেসেছি আমি ভালো
তোমাতে করি বাস
তোমার পরে মোর সুখ-দুঃখ
তুমিই আমার আশ।


যত দেখি তোমার মায়াবী রূপ
এই বিমুগ্ধ নয়নে
হারিয়ে যায় প্রেমের অবগাহনে
সূর উঠে মোর প্রাণে।


সবুজ আঁচলে জড়ানো অঙ্গ
হৃদয়ে রক্ত টিপ
পাখ-পাখালির আদুরে তুমি
প্রাণের ব-দ্বীপ।


মাথার উপর মেঘের ছায়া
গাঁয়ের মেঠো পথ
মাঝি-মাল্লার গানে আমার
সিক্ত মনোরথ।


বুকে তোমার বয়ে চলে
হাজারো নদ-নদী
গাছে গাছে শোভা পায়
নানা ফল-ফলাদি।


শ্রাবণের অঝোর ধারায়
সিক্ত করো মন
বসন্তে তুমি ফুটাও ফুল
পল্লবিত হয় বন।