কেমন করে গেলে চলে
স্মৃতির মালা পরে,
যে মালাটি গেঁথেছিলাম
অনেক যতন করে।


কেমন করে ভুলে গেলে
সে সব দিনের কথা,
যতন করে দিয়ে গেলে
শোকের শত ব্যথা।


কেমন করে করলে বরণ
নিরেট অচেনা পথ,
এক নিমিষেই ভেঙে দিলে
সঙ্গ দেবার শপথ।


কেমন করে পারলে তুমি
ছুঁড়ে দিতে ফুল,
উজাড় করা ভালোবাসা
জানি ছিল ভুল।


কেমন করে গুঁড়িয়ে দিলে
গহীন মনের স্বপন,
চলার পথে নিভিয়ে দিলে
ভালোবাসার তপন।


কেমন করে ভাবলে তুমি
হবে একা সুখী,
সুখের রথে চড়তে গিয়ে
হলে তুমি দুখী।