আমারও স্বপ্ন ছিল নীড় বাঁধবার
সুন্দর সুখের ছোট্ট একটা নীড়
সেখানে সুখ থাকবে, দুঃখও থাকবে
আর থাকবে অভিমানী তুমি


আমিও স্বপ্ন দেখতাম,
স্বপ্ন দেখতাম তোমাকে নিয়ে আমকে নিয়ে
তোমাকে সাজাতাম কল্পনার সব রঙ দিয়ে
আর শিহরিত হতাম আমাদের অনাগত ভবিষ্যৎ নিয়ে


তোমাকে পাওয়ার স্বপ্ন নিয়ে
হাঁটছিলাম ভালই বাস্তবের কঠিন পথে
হঠাৎ ঘনকাল মেঘ জমলো
তোমাকে নিয়ে সাজানো আমার কল্পনার আকাশে
সুনামির শক্তি নিয়ে কালবৈশাখী ঝড় এসে
তছনছ করে দিয়ে গেল আমার সাজানো বাগান
ছিন্ন-ভিন্ন করে ছুঁড়ে দিল আমাকে নীল কষ্টের সাগরে


আমি এখনও স্বপ্ন দেখি
এখন আমার স্বপ্নের রঙ কষ্টের রঙের মত
আমার অনেক কষ্ট
ধুসর কষ্ট, নীল কষ্ট,
কষ্টের অনেক রঙ,
সেই রঙেই এখন আমি আমার আকাশ রাঙাই ।।