আমি কোন কবি নই
তবুও তোমাকে নিয়ে কবিতা লেখার ব্যথ চেষ্টায় আমি মত্ত
আমি উম্মত্ত তোমাকে হাজারও অলংকারে অলংকৃত করতে
হাজারও চেষ্টা আমাকে ব্যথ করে দিয়ে অবশেষে বলে দেয়
তোমার তুলনা তোমার উপমা অলংকার সে তো তুমি নিজেই ।।


আমি কোন প্রেমিক নই
তবুও বুকভরা দুঃসাহস নিয়ে তোমাকে ভালবাসার ব্যথ চেষ্টায় আমি মত্ত
ব্যথ হতে হতে পৃথিবীর ব্যথতম মানুষ হয়ে আবার নতুন আশায় বুক বাঁধি
আমি মানি না জাত, মানি না পাত বুঝিনা ধর্ম
শুধু জানি তোমাকে আপন করে পাবার আকুলতায় আজ আমি উম্মত্ত ।।


আমি কোন স্বপ্ন সারথি নই
তবুও মাঝে মাঝে তোমাকে স্বপ্ন দেখাবার ব্যথ চেষ্টায় আমি মত্ত
ব্যথ হতে হতে পৃথিবীর ব্যথতম মানুষ হয়ে আবার নতুন করে স্বপ্ন বুনি
আমি স্বপ্ন বিলাসী, দুচোখ ভরা স্বপ্ন দেখি, স্বপ্নে বাঁচি, স্বপ্নে দেই ডুব,
হারিয়ে যেতে চাই তোমাকে নিয়ে ইচ্ছে করে খুব ।।