বঙ্গাব্দে প্রকৃতি ও প্রেম
   শফি মোঃ ওমর ফারুক


তব, তুলনা কি দেব বাংলার প্রকৃতি ও রুপে ?
হার নয় তব চির প্রেমে সুন্দরের উল্ল্যাস বিভায়
স্নিগ্ধ মনোলোভা উম্মাতাল ফাগুনে, ফুল,কাননে
র্স্বগ চক্ষুসম তম এ রুপ কভু নয় পরাহত
বঙ্গাব্দে যতো বিবিধ রতন; নয় কভু ম্রিয়-ম্লান তব চির উজ্জল
বৈষয়িক রুপে নয় শুধু যাদু; অন্তর আত্নায় রহিয়াছে ততো মধু ।
কালের গর্ভে নত নয় এ প্রকৃতি শোভা
তব আনন্দ্যলোকে চির বসন্তের নৃত্য প্রতিমা
মম বিমুগ্ধ-মুগ্ধ অমৃত অবিনশ্বর এ রুপের ছায়া
এতো রুপে সাজিয়েছে বাংলা; বাড়লো শুধু মায়া
স্নিগ্ধ মুখশ্রীর অপরুপ; তরুলতায় ভরা
মুখ ফেরায়নি এক দন্ড; অপলক তাঁরা
বাংলার যতো সৌর্ন্দয্য জ্যোতি; হয় রুপের অধিপতি
আর্তি ঝরা মায়ায় এ রুপ শোভা; বাড়বে শুধু অতি ।