বদলে গেছে পৃথিবীটা, বদলে গেছে সব।
বদলে গেছে পাতার ফাঁকে, পাখির কলরব।
   বদলে গেছে গানের সুর।
   বদলে গেছে চাঁদের নূর।
বদলে গেছে জিন্দা মানুষ, বদলে গেছে শব।
বদলে গেছে দশদিগন্ত, বদলে গেছে সব।
  বদলে গেছে হাতের রেখা,
  বদলে গেছে চোখের দেখা।
বদলে গেছে ফুলের রেণু, বৃক্ষের পল্লব।
বদলে গেছে আকাশ-পাতাল, বদলে গেছে সব।
   রাখাল ছেলের বাঁশের বাঁশি,
   কিশোরী মেয়ের লাজুক হাসি।
শিশুর মুখের মিষ্টি কথা, আধো আধো রব।
বদলে গেছে মানব মনের অনুভূতি সব।
   বদলে গেছে হাসিগুলো,
   বদলে গেছে কান্নাগুলো।
বদলে গেছে হৃদয়গুলো, ভালোবাসা সব।
বদলে গেছে পৃথিবীটা, বদলে গেছে সব।