আমি নজরুল, আমি এলোচুল
আমি সৃষ্টি সুখের উল্লাস।
আমি রবীন্দ্র, যুগের মাহেন্দ্র
বাঁধ ভাঙা গান একরাশ।


আমি মাইকেল, আমি জীবনানন্দ
আমি হাসন, আমি লালন
আমি সব।
আমার মাঝে হয়েছে আজ
নতুন আমির উদ্ভব।


আমি দুর্বার, আমি অক্ষয়
আমি উন্নত শির হিমালয়।
আমি মেঘনাদ, করি বরবাদ
এই জগৎ সংসার, ঐ দেবালয়।


আমি দিন বদলের গান
আমি ক্রান্তিকালের অগ্নিবাণ।
নয়াযুগের এই ঊষার দুয়ারে
নতুন আমিকে করি আবাহন।


আমি প্রাণ ফিরে পাওয়া মরা লাশ।
আমি সবুজ মাঠের দূর্বাঘাস।
আমি মানিনা হার, করি সংহার
আমি মৃত্যুকে করি উপহাস।