এখানে আসক নিজস্ব সত্বা খুঁজে পাই
তোমাকে খুঁজে ফিরে বারে বার
এখানে আসক তোমাকে
মনে পড়ে
মনের অজান্তে ।
এখানে আসক তোমাকে
কাছে পাবার তীব্র বাসনা
জেগে ওঠে বুকের পাঁজরে
এখানে আসক খুঁজে ফেরী |
তোমার মাথার এলোমেলো কেশ
ভূপৃষ্টে লুটিয়ে আছে কিনা  
এখানে আসলেই পরখ করে
দেখি তোমার চরণ চিহ্ন ,
এখানে বিদ্য-মান কিনা |
এখানে আসলেই তোমাকে
ভীষণ ভাবে কাছে পেতে সাধজাগে !
জীবনের প্রেমের শেষ
খেয়া ঘাট ছিলে তুমি
স্বপ্ন,সাধ ইচ্ছে তরী
সব কিছু মিলে ছিলে তুমি
এই মায়ামাখা ভুবনে আমার ।
আমি আজ বড়ই একা
নিজেকে নিঃস্ব রিক্ত অসহায়
ভেবে তোমাদের আড়াল করে
রেখেছি স্বেচ্ছায় আমি ।