তোমার সামনে যে বসে আছে
সে আমার পূর্ব পরিচিত
তোমার হাত ধরে যে বেড় হল
সে আমার অতীত অতিথি !


আজ যে তোমার খুব প্রিয়-
সে কোন একদিন,
আমার কবিতার উপমা ছিল-
ছিল স্বপ্নের রাজ কুমারী ।


তোমার সাথে আজ যে
ঘণ্টা র পর ঘণ্টা কফি শপে
বসে দামি পিয়ালায় ,
ঠোঁট লাগিয়ে কফি পান করছে
সে আমার অতীত অতিথি।


যার দীঘল কালো কেঁশে
তুমি ইচ্ছে করে বেলি ফুল
গুঁজে দিয়েছো
এক দিন !
আমার জন্য রজনী গন্ধা নিয়ে
ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাক তো


তাকে যে শীতের সকালে
উঠতে নিষেধ কর,
সে শিশির ভেজা
দূর্বাঘাসের উপর দিয়ে
খালি পায়ে হেঁটে আস তো
রোজ প্রভা তে আমার বাগিচায়
সে আমার অতীত অতিথি ।