তুমি আমার কাছে স্বচ্ছ আয়না
তার ভেতরে তাকিয়ে নিজেকে দেখতাম
তুমি ভেঙে নতুন করে সাজিয়েছ
অথচ,
আমি এখনো সেই ভাঙা আয়নায় নিজেকে দেখি
পাপ নেই , পূর্ণতা নেই , আছে ক্ষয়
অবহেলিত বৃক্ষের মতো একা দাঁড়িয়ে
নিজের শরীর জুড়ে বেয়ে উঠে অপূর্ণতার পাপ ।