লীলাবতী কোথায় তুমি, খেলছো কোথায় বসে?
তোমার পিছে ছুটে ব্যাঙের লেজ গিয়েছে খসে!
কুয়োর ব্যাঙএ তোমায় দেখেই ভুলে মনস্তাপ;
লেজগোবরে হয়ে ব্যাঙএ পুকুরে দেয় ঝাঁপ।


তোমার চুলের বহর বেশী, খাঁটি দেশী বুঝি;
কালো চুলে সোনার বরণ কলপ লাগাও রোজই?
নাইতে গিয়ে নিত্যদিনই পুকুরে দাও ডুব;
গলামাঞ্জন করার সময় উথলে উঠে রূপ।


পানির নীচে ব্যাঙ তোমাকে আদর সোহাগ করে?
ঘ্যানর ঘ্যানর করে নাকি তোমার কাঁধে চড়ে?
ব্যাঙের যদি সর্দি লাগে, জ্বরও যদি আসে;
পানির ভিতর থাকবে ঠিকই তোমার আশেপাশে।


রচনাকাল: ঢাকা, ২৫ নভেম্বর ২০২১।