বোকা মানুষরাই ভালোবেসে ভুল করে;
আবারও ভুল করে ভুল মানুষের সাথে সংসার গড়ে।
ভুলের শেষ নেই তাদের!
সন্তান নেয় ভুল করে।
চালাতেও চায় সন্তানকে প্রথাহীন ভুল পথে।
সন্তানও ভুল পথে পা বাড়ায়।
চারদিকের মানুষ তাকে ভুল বুঝে;
ভুলের প্রাসাদ গড়ে জীবনভর।
পড়ন্ত বিকেলেও ভুল মানুষের কাছে শান্তির জন্যে দৌড়ায়।
দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে মুখ থুবরে পড়ে থাকে মাটিতে।
মাটি মা, অপত্য স্নেহে ঠাঁই দেয় বুকে।
বোকাদের শেষ আশ্রয় ওই মাটি।

রচনাকাল: ঢাকা, ২৮ মে ২০১৯